Header Ads

Header ADS

৬০ হাজার টাকায় গেমিং পিসি বায়িং গাইড [২০২১]

৬০ হাজার টাকায় গেমিং পিসি বায়িং গাইড [২০২১]

আমাদের আজকের ৬০ হাজার টাকায় গেমিং পিসি বায়িং গাইডে আপনাকে স্বাগতম। একটি ভালো মানের পিসি বিল্ড করা জন্য ৬০ হাজার টাকা খুবই আদর্শ একটি প্রাইজ রেঞ্জ।

আমাদের আজকের এই ৬০ হাজার টাকার বিল্ড পুরোপুরি গেমিং এর উপর ফোকাস করে তৈরি করা হয়েছে। এই বিল্ড দিয়ে আপনি বর্তমান সময়ের মডার্ন ট্রিপল-এ টাইটালের গেমগুলো ১০৮০পি অথবা ১৪৪০পি রেজুলেশনে হাই প্রিসেটে খেলতে পারবেন।

গেমিং এর পাশাপাশি এই ৬০ হাজার টাকার পিসি দিয়ে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, স্ট্রিমিং এর মতো কাজগুলো অনায়াসে করা যাবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

বিঃদ্রঃ আর্টিকেলে উল্লেখিত কম্পোন্যান্টগুলোর দাম স্টোর বা আবস্থান ভেদে কমবেশি হতে পারে, তাই কেনার আগে এ বিষয়ে খুঁজ খবর নিয়ে নিবেন।

$ads={1}
আরও পড়ুনঃ


৬০ হাজার টাকায় গেমিং পিসি বায়িং গাইড ২০২১

প্রসেসর

Ryzen 5 3600 - ৬০ হাজার টাকায় গেমিং পিসি
আজকের ৬০ হাজার টাকার গেমিং পিসি বিল্ডে আমরা প্রসেসর হিসেবে সিলেক্ট করেছি মিড রেঞ্জের অলরাউন্ডার ভ্যালু ফর মানি প্রসেসর Ryzen 5 3600। এটি মিড রেঞ্জে থাকা গেমিং ও প্রোডাক্টিভিটির জন্য বেশ ভালো একটি প্রসেসর। এর দাম ১৬ হাজার ৩০০ টাকা

এএমডির রাইজেন ৫ ৩৬০০ প্রসেসরটিতে থাকছে ৬টি কোর এবং ১২টি থ্রেড। এর বেইজ ক্লক ৩.৬ গিগাহার্টজ এবং বুস্ট ক্লক ৪.২ গিগাহার্টজ। সাথে থাকছে ৩ মেগাবাইট L2 ক্যাশ, ৩২ মেগাবাইট L3 ক্যাশ মেমোরি, যা আগের রাইজেন ৫ ২৬০০ ক্যাশ মেমোরির দ্বিগুণ।

মাদারবোর্ড

ASROCK B450M-HDV - ৬০ হাজার টাকায় গেমিং পিসি
বিল্ডটিতে আমরা মাদারবোর্ড হিসেবে সিলেক্ট করেছি ASROCK B450M-HDV। এর দাম ৭ হাজার টাকা। ওভারক্লকিং সমর্থিত Promontory B450 চিপসেটের মাদারবোর্ডটিতে থাকছে ৩২ গিগাবাইট পর্যন্ত ডুয়াল চ্যানেল ডিডিআর৪ র‌্যাম ব্যবহারের সুবিধা, যা সর্বোচ্চ ৩২০০ মেগাহার্টজ বাস স্পীডে চলবে। থাকছে এম.২ NVMe স্লট, ইউএসবি ৩.১ পোর্ট সহ নানা ফিচার।

গ্রাফিক্স কার্ড

XFX RADEON RX 5500 XT THICC II PRO - ৬০ হাজার টাকায় গেমিং পিসি
আমাদের আজকের এই গেমিং পিসি বিল্ডটিতে জিপিইউ হিসেবে থাকছে XFX RADEON RX 5500 XT THICC II PRO। গ্রাফিক্স কার্ডটিতে থাকছে ৮ গিগাবাইট ডেডিকেটেড মেমোরি, যা বর্তমান সময়ের মডার্ন গেমগুলো হাই/আল্ট্রা প্রিসেটে খেলতে যথেষ্ট।

রেডিয়ন আরএক্স ৫৫০০ এক্সটি মিড রেঞ্জে থাকা এএমডির অন অফ দ্যা বেস্ট জিপিইউ। এর বেইজ ফ্রিকুয়েন্সি ১৭১৭ মেগাহার্টজ এবং বুস্ট ফ্রিকুয়েন্সি আপটু ১৮৪৫ মেগাহার্টজ। গ্রাফিক্স কার্ডটির দাম পড়বে ২১ হাজার ৩০০ টাকা

র‌্যাম

Corsair Vengeance - ৬০ হাজার টাকায় গেমিং পিসি
আমাদের আজকের ৬০ হাজার টাকার সিস্টেমটিতে র‌্যাম হিসেবে থাকছে Corsair Vengeance LPX ১৬ (২×৮) গিগাবাইট ডিডিআর৪ ডুয়াল কিট র‌্যাম। এর বাস স্পীড ৩২০০ মেগাহার্টজ। এটিই বাজেটের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি অফার করছে।

একেকটি র‌্যামের দাম পড়বে ৩ হাজার ৭৫০ টাকা করে। অর্থাৎ দুইটি র‌্যামের দাম ৭ হাজার ৫০০ টাকা। র‌্যাম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডুয়াল কনফিগারেশনের র‌্যাম নিতে হবে।

স্টোরেজ

Seagate Barracuda - ৬০ হাজার টাকায় গেমিং পিসি

সিস্টেমটিতে স্টোরেজ হিসেবে সিলেক্ট করা হয়েছে Seagate Barracuda এর ১ টেরাবাইট ড্রাইভ। বর্তমান মার্কেটে এর দাম ৩ হাজার ৭০০ টাকা। এইচডিডি এর পরিবর্তে এসএসডি নিতে চাইলে রিকমেন্ড থাকবে Ramsta R600 2280 ৫১২ জিবি এম.২ এসএসডিটি নেয়ার জন্য। এর দাম পড়বে ৫ হাজার ৫০০ টাকা

আর যদি আপনি আরো কম স্টরেজের অর্থাৎ ২৪০ জিবি স্টোরেজের এসএসডি নিতে চান তাহলে রিকমেন্ড থাকবে Western Digital এর এম.২ এসএসডিটি নেয়ার জন্য। বর্তমান মার্কেটে এর দাম ৩ হাজার ৪০০ টাকা

পাওয়ার সাপ্লাই

ANTEC VP550 PLUS - ৬০ হাজার টাকায় গেমিং পিসি

বিল্ডটিতে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে ANTEC VP550 PLUS। এটি ৫৫০ ওয়াট আউটপুট দিতে সক্ষম। মার্কেটে পাওয়ার সাপ্লাইটির দাম ৪ হাজার টাকা। পাওয়ার সাপ্লাইটির দাম একটু বেশি হলেও এতে থাকছে ৮০ প্লাস সার্টিফিকেশন। ৮০ প্লাস সার্টিফিকেশন পিসিতে থাকা কম্পোন্যান্টগুলোকে রক্ষা করতে সাহায্য করবে।

কেসিং

Aaaa - ৬০ হাজার টাকায় গেমিং পিসি
আমরা বিল্ডটিতে কেসিং হিসেবে সিলেক্ট করেছি ANTEC NX110। কেসিংটির দাম পড়বে ২ হাজার ৮০০ টাকা। আপনি চাইলে আপনার পছন্দের অন্য কোন কেসিংও নিতে পারেন, এটি সম্পূর্ণই নির্ভর করছে আপনার উপর।

বিল্ডের সমস্ত কম্পোন্যান্টের দাম নিম্নে তুলে ধরা হলো:
  • প্রসেসর – ১৬,৩০০ টাকা
  • মাদারবোর্ড – ৭,০০০ টাকা
  • গ্রাফিক্স কার্ড – ২১,৩০০ টাকা
  • র‌্যাম – ৭,৫০০ টাকা
  • স্টোরেজ – ৩,৭০০ টাকা
  • পাওয়ার সাপ্লাই – ৪,০০০ টাকা
  • কেসিং – ২,৮০০ টাকা
  • মোট খরচ – ৬২,৬০০ টাকা

বেঞ্চমার্ক

নিম্নে রাইজেন ৫ ৩৬০০ প্রসেসরটির ছোট্ট একটি বেঞ্চমার্ক তুলে ধরা হলো:
  • Cinebench R20 – ৪৭২ (সিঙ্গেল-কোর); ৩৬৮৯ (মাল্টি-কোর)
  • Cinebench R15 – ১৯৭ (সিঙ্গেল-কোর); ১৫৭৮ (মাল্টি-কোর)
  • Geekbench 5 – ১১৮৩ (সিঙ্গেল-কোর); ৬,৮২১ (মাল্টি-কোর)

৬০ হাজার টাকার এই গেমিং বিল্ড দিয়ে অনায়াসে ভালো ফ্রেম রেটে ১০৮০পি রেজুলেশনে হাই/আল্ট্রা প্রিসেটে গেমিং করা যাবে। ১০৮০পিতে গেমিং এর পাশাপাশি ১৪৪০পি রেজুলেশনেও গেমিং করা যাবে।

এই বিল্ড হতে ১০৮০পি/১৪৪০পি রেজুলেশনে হাই প্রিসেটে এভারেজ কেমন পারফরম্যান্স পাওয়া যাবে নিচে তার কিছু উদাহরণ দেয়া হলো:

১০৮০পি —

  • Red Dead Redemption 2 – ৫৯ FPS
  • Shadow of the Tomb Raider – ৮৫ FPS
  • Assassin's Creed Origins – ৯৮ FPS
  • Rise of the Tomb Raider – ৯৮ FPS
  • Assassin's Creed Odyssey – ৭১ FPS
  • Call of Duty Modern Warfare – ১৩২ FPS
  • Far Cry New Dawn – ১০৯ FPS
  • Metro Exodus – ৬৭ FPS
  • World War Z – ১৪৫ FPS
  • Destiny 2 – ১৫৭ FPS
  • Grand Theft Auto V – ১০৩ FPS
  • Fallout 76 – ১৪৭ FPS
  • Battlefield 5 – ১৫০ FPS
  • Hitman 2 – ১১৯ FPS
  • Forza Horizon 4 – ১১৫ FPS

১৪৪০পি (২৫৬০x১৪৪০) —

  • Red Dead Redemption 2 – ৪৮ FPS
  • Shadow of the Tomb Raider – ৭৫ FPS
  • Assassin's Creed Origins – ৭৪ FPS
  • Rise of the Tomb Raider – ৯৬ FPS
  • Assassin's Creed Odyssey – ৬১ FPS
  • Call of Duty Modern Warfare – ৯৯ FPS
  • Far Cry New Dawn – ৮৮ FPS
  • Metro Exodus – ৫৪ FPS
  • World War Z – ১১২ FPS
  • Destiny 2 – ১৩৭ FPS
  • Grand Theft Auto V – ৭৫ FPS
  • Fallout 76 – ১০৭ FPS
  • Battlefield 5 – ১১৮ FPS
  • Hitman 2 – ৮২ FPS
  • Forza Horizon 4 – ৯৮ FPS

মতামত

এই ছিলো ৬০ হাজার টাকায় গেমিং পিসি কেনার গাইড। বিল্ডটিতে বর্তমান সময়ের লেটেস্ট এবং বেস্ট হার্ডওয়্যারগুলো এড করা হয়েছে।

যদি আপনার এই বাজেটে গেমিং কম্পিউটার কেনার ইচ্ছে থাকে তাহলে নিসন্দেহে এই বিল্ড আপনার জন্য বেস্ট হবে। আর আগেই বলেছি কম্পোন্যান্টগুলোর প্রাইজ স্থান ভেদে কমবেশি হতে পারে।

তবে আর্টিকেলে যে প্রাইজ উল্লেখ করা হয়েছে আশা করা যায় তার আশেপাশেই থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। এই বিল্ড সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।

No comments

Powered by Blogger.