৬০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ [২০২১]
৬০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ খুঁজছেন? তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যই। ৬০ হাজার টাকা ল্যাপটপ কেনার জন্য খুবই আদর্শ একটি প্রাইস রেঞ্জ। বাজারে এই প্রাইস রেঞ্জের ল্যাপটপগুলোর বেশ ভালোই চাহিদা রয়েছে। নিম্নে ৬০ হাজার টাকার মধ্যে থাকা বেস্ট ল্যাপটপ-গুলোর একটি তালিকা তুলে ধরা হলো:
$ads={1}
আরও পড়ুনঃ
ল্যাপটপটিতে ৩২০০ মেগাহার্টজ ৪ গিগাবাইট ডিডিআর৪ র্যামের পাশাপাশি রয়েছে ৫৪০০ আরপিএম এর ১ টেরাবাইট এইচডিডি ড্রাইভ। এতে একটি এক্সট্রা র্যাম স্লট ও এম.২ স্লট রয়েছে। ল্যাপটপটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ সেল এর ৪১Wh ব্যাটারি। এর ওজন ১.৭৫ কেজি। ল্যাপটপটি দেশের বাজারে বিক্রি হচ্ছে ৫২ হাজার টাকায়।
ল্যাপটপটিতে থাকছে ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যাম (সিঙ্গেল চ্যানেল) যা পরবর্তীতে ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। থাকছে ৫৪০০ আরপিএম এর ১ টেরাবাইট এইচডিডি ড্রাইভ। এতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ২ সেল এর ৩৬.৭Wh ব্যাটারি। ১.৯ কেজি ওজনের ল্যাপটপটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে ৫৩ হাজার ৮০০ টাকায়।
ল্যাপটপটিতে থাকছে ২৬৬৬ মেগাহার্টজ ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যাম যা পরবর্তীতে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি থাকছে ৫১২ গিগাবাইট এম.২ এসএসডি স্টোরেজ। ল্যাপটপটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ সেল এর ৩৬Wh ব্যাটারি। এর ওজন ১.৩ কেজি। ল্যাপটপটি দেশের বাজারে বিক্রি হচ্ছে ৫৪ হাজার ৫৫০ টাকায়।
ল্যাপটপটিতে ৩২০০ মেগাহার্টজ ৮ গিগাবাইট ডিডিআর৪ (সিঙ্গেল চ্যানেল) র্যামের পাশাপাশি রয়েছে ৫১২ গিগাবাইট এম.২ এসএসডি স্টোরেজ। থাকছে এক্সট্রা র্যাম স্লট (আপগ্রেডবল আপটু ১৬ গিগাবাইট)। ল্যাপটপটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ সেল এর ৪১Wh ব্যাটারি। ল্যাপটপটির ওজন ১.৬৯ কেজি। ল্যাপটপটি দেশের বাজারে পাওয়া যাবে ৫৬ হাজার টাকায়।
ল্যাপটপটিতে ৩২০০ মেগাহার্টজ ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যামের পাশাপাশি রয়েছে ২৫৬ গিগাবাইট NVMe এসএসডি স্টোরেজ। এতে একটি এক্সট্রা র্যাম স্লট রয়েছে যা আপগ্রেডবল আপটু ৩২ গিগাবাইট। ল্যাপটপটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ সেল এর ৪৫Wh ব্যাটারি। ১.৭৪ কেজি ওজনের ল্যাপটপটি দেশের বাজারে বিক্রি হচ্ছে ৫৭ হাজার ৫০০ টাকায়।
ল্যাপটপটিতে থাকছে ২৬৬৬ মেগাহার্টজ ৪ গিগাবাইট ডিডিআর৪ র্যাম যা পরবর্তীতে আরো বাড়ানো যাবে। থাকছে ৫৪০০ আরপিএম ১ টেরাবাইট এইচডিডি স্টোরেজ। থাকছে এক্সট্রা এম.২ এসএসডি স্লট। ল্যাপটপটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ সেল এর ৪১Wh ব্যাটারি। ১.৮৫ কেজি ওজনের ল্যাপটপটি দেশের বাজারে বিক্রি হচ্ছে ৫৯ হাজার ৫০০ টাকায়।
এই ছিলো ৬০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ এর একটি তালিকা। আজকের মতো এখানেই শেষ করছি। আর্টিকেলে কোন রূপ ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আরও পড়ুনঃ
- ল্যাপটপ কেনার আগে যে ১২টি বিষয় জানা জরুরি
- ৩০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ
- ৪০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ
- ৫০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ
৬০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ ২০২১
৫০-৫২ হাজার টাকা বাজেটে সেরা:
HP 15S-DU3023TU
HP 15S-DU3023TU ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি এন্টি গ্লেয়ার ডিসপ্লে, এর রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। ল্যাপটপটিতে মিলবে ৬ মেগাবাইট ক্যাশ মেমোরির ১১ প্রজন্মের ইন্টেল কোর আই ৩ ১১১৫জি৪ প্রসেসর, এর বেইজ ক্লক ৩ গিগাহার্টজ যা ৪.১০ গিগাহার্টজ পর্যন্ত বুস্ট করা যাবে। সাথে থাকছে ইন্টেল আল্ট্রা এইচডি গ্রাফিক্স।ল্যাপটপটিতে ৩২০০ মেগাহার্টজ ৪ গিগাবাইট ডিডিআর৪ র্যামের পাশাপাশি রয়েছে ৫৪০০ আরপিএম এর ১ টেরাবাইট এইচডিডি ড্রাইভ। এতে একটি এক্সট্রা র্যাম স্লট ও এম.২ স্লট রয়েছে। ল্যাপটপটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ সেল এর ৪১Wh ব্যাটারি। এর ওজন ১.৭৫ কেজি। ল্যাপটপটি দেশের বাজারে বিক্রি হচ্ছে ৫২ হাজার টাকায়।
৫২-৫৪ হাজার টাকা বাজেটে সেরা:
ACER EXTENSA 15 EX215-52
ACER EXTENSA 15 EX215-52 ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, এর রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। ল্যাপটপটিতে মিলবে ১০ম প্রজন্মের ইন্টেল কোর আই ৫ ১০৩৫জি১ প্রসেসর, এর বুস্ট ক্লক ৩.৬০ গিগাহার্টজ। সাথে থাকছে ৬ মেগাবাইট ক্যাশ মেমোরি এবং ইন্টেল আল্ট্রা এইচডি গ্রাফিক্স।ল্যাপটপটিতে থাকছে ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যাম (সিঙ্গেল চ্যানেল) যা পরবর্তীতে ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। থাকছে ৫৪০০ আরপিএম এর ১ টেরাবাইট এইচডিডি ড্রাইভ। এতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ২ সেল এর ৩৬.৭Wh ব্যাটারি। ১.৯ কেজি ওজনের ল্যাপটপটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে ৫৩ হাজার ৮০০ টাকায়।
৫৪-৫৬ হাজার টাকা বাজেটে সেরা:
WALTON TAMARIND EX10 PRO
WALTON TAMARIND EX10 PRO ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, এর রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। ল্যাপটপটিতে মিলবে ৬ মেগাবাইট ক্যাশ মেমোরির ১০ম প্রজন্মের ইন্টেল কোর আই ৫ ১০৩৫জি১ প্রসেসর, এর বেইজ ক্লক ১ গিগাহার্টজ যা ৩.৬ গিগাহার্টজ পর্যন্ত বুস্ট করা যাবে। সাথে থাকছে ইন্টেল আল্ট্রা এইচডি গ্রাফিক্স।ল্যাপটপটিতে থাকছে ২৬৬৬ মেগাহার্টজ ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যাম যা পরবর্তীতে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি থাকছে ৫১২ গিগাবাইট এম.২ এসএসডি স্টোরেজ। ল্যাপটপটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ সেল এর ৩৬Wh ব্যাটারি। এর ওজন ১.৩ কেজি। ল্যাপটপটি দেশের বাজারে বিক্রি হচ্ছে ৫৪ হাজার ৫৫০ টাকায়।
HP 15s-eq1172AU (আপকামিং)
এই সেগমেন্টে থাকা আরেকটি ল্যাপটপ HP 15s-eq1172AU। এতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি এন্টি গ্লেয়ার ডিসপ্লে, এর রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। ল্যাপটপটিতে মিলবে ৮ মেগাবাইট ক্যাশ মেমোরির এএমডি রাইজেন ৫ ৪৫০০ইউ প্রসেসর, এর বেইজ ক্লক ২.৩ গিগাহার্টজ যা ৪.০ গিগাহার্টজ পর্যন্ত বুস্ট করা যাবে। সাথে থাকছে এএমডি রেডিয়ন গ্রাফিক্স।ল্যাপটপটিতে ৩২০০ মেগাহার্টজ ৮ গিগাবাইট ডিডিআর৪ (সিঙ্গেল চ্যানেল) র্যামের পাশাপাশি রয়েছে ৫১২ গিগাবাইট এম.২ এসএসডি স্টোরেজ। থাকছে এক্সট্রা র্যাম স্লট (আপগ্রেডবল আপটু ১৬ গিগাবাইট)। ল্যাপটপটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ সেল এর ৪১Wh ব্যাটারি। ল্যাপটপটির ওজন ১.৬৯ কেজি। ল্যাপটপটি দেশের বাজারে পাওয়া যাবে ৫৬ হাজার টাকায়।
৫৬-৫৮ হাজার টাকা বাজেটে সেরা:
HP PROBOOK 450 G8
HP PROBOOK 450 G8 ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি এন্টি গ্লেয়ার ডিসপ্লে, এর রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। ল্যাপটপটিতে মিলবে ৬ মেগাবাইট ক্যাশ মেমোরির ১১ প্রজন্মের ইন্টেল কোর আই ৩ ১১১৫জি৪ প্রসেসর, এর বেইজ ক্লক ৩.০ গিগাহার্টজ যা ৪.১০ গিগাহার্টজ পর্যন্ত বুস্ট করা যাবে। সাথে থাকছে ইন্টেল আল্ট্রা এইচডি গ্রাফিক্স।ল্যাপটপটিতে ৩২০০ মেগাহার্টজ ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যামের পাশাপাশি রয়েছে ২৫৬ গিগাবাইট NVMe এসএসডি স্টোরেজ। এতে একটি এক্সট্রা র্যাম স্লট রয়েছে যা আপগ্রেডবল আপটু ৩২ গিগাবাইট। ল্যাপটপটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ সেল এর ৪৫Wh ব্যাটারি। ১.৭৪ কেজি ওজনের ল্যাপটপটি দেশের বাজারে বিক্রি হচ্ছে ৫৭ হাজার ৫০০ টাকায়।
৫৮-৬০ হাজার টাকা বাজেটে সেরা:
HP PAVILION 15-CS3006TU
HP PAVILION 15-CS3006TU ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচড এন্টি গ্লেয়ার ডিসপ্লে, এর রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। ল্যাপটপটিতে মিলবে ৬ মেগাবাইট ক্যাশ মেমোরির ১০ম প্রজন্মের ইন্টেল কোর আই ৫ ১০৩৫জি১ প্রসেসর, এর বুস্ট ক্লক আপটু ৩.৬ গিগাহার্টজ। সাথে থাকছে ইন্টেল আল্ট্রা এইচডি গ্রাফিক্স।ল্যাপটপটিতে থাকছে ২৬৬৬ মেগাহার্টজ ৪ গিগাবাইট ডিডিআর৪ র্যাম যা পরবর্তীতে আরো বাড়ানো যাবে। থাকছে ৫৪০০ আরপিএম ১ টেরাবাইট এইচডিডি স্টোরেজ। থাকছে এক্সট্রা এম.২ এসএসডি স্লট। ল্যাপটপটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ সেল এর ৪১Wh ব্যাটারি। ১.৮৫ কেজি ওজনের ল্যাপটপটি দেশের বাজারে বিক্রি হচ্ছে ৫৯ হাজার ৫০০ টাকায়।
এই ছিলো ৬০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ এর একটি তালিকা। আজকের মতো এখানেই শেষ করছি। আর্টিকেলে কোন রূপ ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
No comments