Header Ads

Header ADS

৪০ হাজার টাকার গেমিং পিসি বায়িং গাইড

৪০ হাজার টাকার গেমিং পিসি

আমাদের আজকের বাজেট গেমিং পিসি বিল্ড এবং বায়িং গাইডে আপনাকে স্বাগতম। আগের আর্টিকেলে দেখানো হয়েছিল কিভাবে ৩০ হাজার টাকায় একটি গেমিং সিপিইউ টাওয়ার বিল্ড করতে হয়।

তারই ধারাবাহিকতায় আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখাব কিভাবে ৪০ হাজার টাকায় গেমিং পিসি বিল্ড করতে হয়। এই বিল্ড এর সাহায্যে আপনি ভালো ফ্রেম রেটে বর্তমান সময়ের মডার্ন গেমগুলো খেলতে পারবেন।

বিঃদ্রঃ আর্টিকেলে উল্লেখিত কম্পোন্যান্টগুলোর দাম স্টোর বা আবস্থান ভেদে কমবেশি হতে পারে, তাই কেনার আগে এ বিষয়ে খুঁজ খবর নিয়ে নিবেন।

$ads={1}
আরো পড়ুনঃ


৪০ হাজার টাকার গেমিং পিসি বায়িং গাইড ২০২০

প্রসেসর

Intel i3 9100F - ৪০ হাজার টাকার গেমিং পিসি
আজকের বাজেট গেমিং পিসি বিল্ডে আমরা প্রসেসর হিসেবে সিলেক্ট করেছি ৯ম জেনারেশনের Intel i3 9100F। এটি বাজেটের মধ্যে থাকা ইন্টেলের একটি বেস্ট প্রসেসর। এর দাম ৭ হাজার ৬০০ টাকা

প্রসেসরটিতে আপনি পাচ্ছেন ৪টি কোর এবং ৪টি থ্রেড। এর বেইজ ক্লক ৩.৬০ গিগাহার্টজ যা ৪.২০ গিগাহার্টজ পর্যন্ত বুস্ট করা যাবে। সাথে থাকছে ৬ মেগাবাইট স্মার্ট ক্যাশ মেমোরি।

মাদারবোর্ড

MSI H310M Gaming Arctic - ৪০ হাজার টাকার গেমিং পিসি
এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে সিলেক্ট করেছি MSI H310M Gaming Arctic। এর দাম ৬ হাজার ২০০ টাকা

ইন্টেল H310 চিপসেটের মাদারবোর্ডটিতে রয়েছে LGA1151 সকেট। মাদারবোর্ডটিতে ইন্টেল ৮ম ও ৯ম জেনারেশনের কোর প্রসেসরগুলোর পাশাপাশি পেন্টিয়াম গোল্ড এবং সেলেরন সিরিজের প্রসেসরগুলোও চলবে।

এছাড়া মাদারবোর্ডটিতে থাকছে ২৬৬৬ মেগাহার্টজ বাস স্পীডের ৩২ গিগাবাইট পর্যন্ত ডুয়াল চ্যানেল ডিডিআর৪ র‌্যাম ব্যবহারের সুবিধা, এম.২ NVMe স্লট, ইউএসবি ৩.১ পোর্ট ইত্যাদি।

গ্রাফিক্স কার্ড

Gigabyte Radeon RX 570 - ৪০ হাজার টাকার গেমিং পিসি
আমাদের আজকের বাজেট গেমিং পিসি বিল্ডটিতে জিপিইউ হিসেবে সিলেক্ট করা হয়েছে Gigabyte Radeon RX 570 এর ৮ গিগাবাইট ভার্সন। এর বেইজ ফ্রিকুয়েন্সি ১১৬৮ মেগাহার্টজ এবং বোস্ট ফ্রিকুয়েন্সি আপটু ১২৪৪ মেগাহার্টজ। গ্রাফিক্স কার্ডটির দাম ১৩ হাজার ৯০০ টাকা

আমরা বিল্ডটিতে এনভিডিয়ার কোন কার্ড এড করেনি। কারণ এই দামে এনভিডিয়ার কোন গ্রাফিক্স কার্ডে আপনি ৮ গিগাবাইট মেমোরি পাবেন না।

জিপিইউটিতে ৮ গিগাবাইট মেমোরি থাকায় আপনি হাই রেজুলেশনে আল্ট্রা/হাই প্রিসেটে বর্তমান সময়ের লেটেস্ট গেমগুলো উপভোগ করতে পারবেন।

বাজেটের মধ্যে জিপিইউ কিনতে চাইলে এএমডির জিপিইউগুলো কেনাই ভালো। আর আপনার বাজেট যদি হাই হয় তাহলে এনভিডিয়ার জিপিইউগুলো কিনতে পারেন।

র‌্যাম

Corsair Vengeance - ৪০ হাজার টাকার গেমিং পিসি
একসময় ৪ গিগাবাইট র‌্যাম দিয়েও গেমিং করা যেত। কিন্তু এখন তা আর সম্ভব না। বর্তমানে পিসিতে গেমিং করতে চাইলে কমপক্ষে ৮ গিগাবাইট র‌্যাম থাকাটা অপরিহার্য।

বিল্ডটিতে র‌্যাম হিসেবে থাকছে Corsair Vengeance ৮ গিগাবাইট ডিডিআর৪ সিঙ্গেল স্টিক। এর বাস স্পীড ২৬৬৬ মেগাহার্টজ। র‌্যামটির দাম ৩ হাজার ৬০০ টাকা

স্টোরেজ

Seagate Barracuda - ৪০ হাজার টাকার গেমিং পিসি

আপনি পিসিতে স্টোরেজ হিসেবে এইচডিডি ড্রাইভ চান নাকি এসএসডি ড্রাইভ চান সেটা নির্ভর করছে আপনার উপর। যদি আপনি পারফরম্যান্স চান তাহলে এসএসডি ড্রাইভ আপনার জন্য ভালো হবে। আর যদি আপনি বেশি স্টোরেজ চান তাহলে এইচডিডি ড্রাইভ আপনার জন্য ভালো হবে।

আমরা এই বিল্ডটিতে স্টোরেজ হিসেবে সিলেক্ট করেছি Seagate Barracuda এর ১ টেরাবাইট ড্রাইভ। এর দাম পড়বে ৩ হাজার ৭০০ টাকা

আপনি এইচডিডি ড্রাইভ এর পরিবর্তে এসএসডি নিতে চাইলে ২৪০ গিগাবাইটের Adata SU 650 এসএসডি ড্রাইভ নেয়ার জন্য রিকমেন্ড থাকবে। এর দাম পড়বে ৩ হাজার ৬০০ টাকা। এটি বাজেটের মধ্যে থাকা খুবই ভালো একটি এসএসডি ড্রাইভ।

পাওয়ার সাপ্লাই

Antec Atom 550W - ৪০ হাজার টাকার গেমিং পিসি
বিল্ডটিতে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা সিলেক্ট করেছি Antec Atom 550W; ৩০ হাজার টাকার পিসি বিল্ডেও এটি ব্যবহার করা হয়েছিল। এটি ৫৫০ ওয়াট আউটপুট দিতে সক্ষম, যা এই সিস্টেমের জন্য যথেষ্ট। পাওয়ার সাপ্লাইটির দাম ২ হাজার ৬০০ টাকা

কেসিং

Antec NX100 - ৪০ হাজার টাকার গেমিং পিসি
আমরা বিল্ডটিতে কেসিং হিসেবে সিলেক্ট করেছি Antec NX100। কেসিংটির এয়ার ফ্লো ব্যবস্থা মোটামুটি ভালোই বলা চলে। কেসিংটির দাম ২ হাজার ৫০০ টাকা। আপনি চাইলে আপনার পছন্দের অন্য কোন কেসিংও নিতে পারেন।

আমাদের বিল্ডের সমস্ত কম্পোন্যান্টের দাম নিম্নে তুলে ধরা হলো:
  • প্রসেসর – ৭,৬০০ টাকা
  • মাদারবোর্ড – ৬,২০০ টাকা
  • গ্রাফিক্স কার্ড – ১৩,৯০০ টাকা
  • র‌্যাম – ৩,৬০০ টাকা
  • স্টোরেজ – ৩,৭০০ টাকা
  • পাওয়ার সাপ্লাই – ২,৬০০ টাকা
  • কেসিং – ২,৫০০ টাকা
  • মোট খরচ – ৪০,১০০ টাকা

পারফরম্যান্স

৪০ হাজার টাকার এই বিল্ড দিয়ে বেশ স্বাচ্ছন্দেই ১০৮০ পিক্সেল রেজুলেশনে হাই/আল্ট্রা প্রিসেটে গেমিং করা যাবে। আমাদের এই বিল্ড হতে ১০৮০পি রেজুলেশনে হাই প্রিসেটে এভারেজ কেমন পারফরম্যান্স পাওয়া যাবে নিচে তার কিছু উদাহরণ দেয়া হলো:
  • Assassin's Creed Odyssey – ৬১.৪ FPS
  • Red Dead Redemption 2 – ৬২.৩ FPS
  • Shadow of the Tomb Raider – ৮৫.৫ FPS
  • The Witcher 3: Wild Hunt – ৮৩.৭ FPS
  • Counter-Strike: Global Offensive – ২০৫ FPS
  • PlayerUnknown's Battlegrounds – ৭৬.৮ FPS
  • Call of Duty Modern Warfare – ১০৫.৯ FPS
  • Grand Theft Auto V – ৮৩.৯ FPS
  • Far Cry New Dawn – ৯২.৮ FPS
  • Battlefield 5 – ১০৪ FPS
  • Forza Horizon 4 – ৮৫.৫ FPS
  • Battlefield 1 – ১০৭.৮ FPS
  • Destiny 2 – ৯০.৯ FPS

এই ছিলো ৪০ হাজার টাকার গেমিং পিসি বায়িং গাইড। আজকের মতো এখানেই শেষ করছি। আর্টিকেলে কোন রূপ ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের বিল্ড সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।

No comments

Powered by Blogger.