Header Ads

Header ADS

বিল গেটস সম্পর্কে ১৬টি অজানা ও মজার তথ্য!

বিল গেটস সম্পর্কে ১৬টি অজানা ও মজার তথ্য | bill gates
Photo Credit : Wikimedia Commons

অধিকাংশ লোক বিল গেটস সম্পর্কে তিনটি বিষয় জানেনঃ-

১। তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের মাঝে একজন।

২। তিনি সর্বকালের সফল প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।

৩। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামে তার একটি দাতব্য সংস্থা রয়েছে।

$ads={1}
কিন্তু বিল গেটস সম্পর্কে আরো অনেকগুলো তথ্য রয়েছে যা অনেকের কাছেই হয়তো অজানা। নিচে এমন কিছু মজার তথ্য নিয়ে আলোচনা করা হলোঃ

১। লেকসাইড প্রিপ স্কুলে পড়ার সময় বিল গেটস জেনারেল ইলেকট্রিক কম্পিউটারে তার প্রথম কম্পিউটার প্রোগ্রাম লিখেন। এটি টিক-টেক-টের একটি সংস্করণ ছিল যেখানে মেশিনের বিরুদ্ধে খেলা যেতো।

২। স্কুল কর্তৃপক্ষ যখন জানতে পারেন, তিনি ভালো প্রোগ্রামিং পারেন তখন তাকে ক্লাস শিডিউল তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। এই সুযোগে তিনি তার পছন্দের সব মেয়েকে নিজের ক্লাসে আনার ব্যবস্থা করেন।

৩। বিল গেটস কিশোর বয়সে "ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া" নামের পুরো সিরিজটি পড়ে শেষ করেন।

বিল গেটস সম্পর্কে ১৬টি অজানা ও মজার তথ্য!
Photo Credit : Doug Wilson/CORBIS

৪। বিল গেটস কম্পিউটারে গেম খেলাতে পছন্দ করতেন। কিন্তু তা একসময় নেশা হয়ে গিয়েছিল। মাইনসুইপার নামের গেমটির এতই ভক্ত ছিলেন যে তাঁর মনোযোগ ঠিক রাখতে গেমটি আনইনস্টল করতে হয়েছিল।

৫। হার্ভার্ডে পড়ার সময় ২০ বছর বয়সী বিল গেটস ‘প্যানকেক সর্টিং’ নামের দীর্ঘদিনের এক গাণিতিক সমস্যার সমাধান করেন। যা পরবর্তীতে একটি সাময়িকীতে প্রকাশ করা হয়েছিল।

৬। প্রযুক্তিতে অন্যান্য সফল উদ্যোক্তাদের মতো বিল গেটসও কলেজ ড্রপআউট করেন। ১৯৭৫ সালে তিনি মাইক্রোসফটকে সম্পূর্ণরূপে দাঁড় করানোর জন্য হার্ভার্ড ইউনিভার্সিটি ছেড়ে চলে যান।

৭। হার্ভার্ড ছেড়ে চলে যাওয়ার দুই বছর পর, নিউ মেক্সিকোতে গেটসকে লাইসেন্স ছাড়া ড্রাইভিংয়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।

বিল গেটস সম্পর্কে ১৬টি অজানা ও মজার তথ্য!
Photo Credit : Wikimedia Commons 

৮। মাইক্রোসফটের অফিসে কর্মীরা কখন আসছেন বা যাচ্ছেন, তা গাড়ির নম্বরপ্লেট দেখে মনে রাখেন বিল গেটস।

৯। ১৯৯০ সাল পর্যন্ত বিল গেটস কোম্পানির সব লোক নিয়ে উড়োজাহাজের ইকোনমি ক্লাসে উঠেছেন। কোম্পানির রীতি ছিল সব কর্মীকে ইকোনমি ক্লাসে যেতে হবে। বিল গেটসও তা মেনে চলতেন। পরে অবশ্য তিনি নিজস্ব জেট বিমান কিনেছেন।

১০। তার প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও, বিল গেটস বলছেন যে তার বাচ্চারা কেবলমাত্র $১০ মিলিয়ন ডলারের উত্তরাধিকারী হবে যা ৯০.৯ বিলিয়ন ডলারের একটি ক্ষদ্র অংশ মাত্র।

১১। বিল গেটস বই পড়তে ভালোবাসেন। তিনি বছরে ৫০টি করে বই পড়েন। তিনি মনে করেন নতুন কিছু জানার জন্য এর চেয়ে ভালো মাধ্যম আর হতে পারে না।

বিল গেটস সম্পর্কে ১৬টি অজানা ও মজার তথ্য!
Photo Credit : GatesNotes

১২। বিল গেটস অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। তিনি তার সময়ের বেশির ভাগ মাইক্রোসফটে কাজ করে কাটান।

১৩। ১৯৯৪ সালে তিনি ৩০.৮ মিলিয়ন ডলারের বিনিময়ে লিওনার্দো দা ভিঞ্চির লেখা কোডোড লেইসেস্টার সংগ্রহটি কিনেন।

১৪। বিল গেটস বলেন মাইক্রোসফটে যদি তিনি কাজ না করেতেন তাহলে সম্ভবত তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একজন গবেষক হতেন।

১৫। বিল গেটস ইংরেজি ভাষা ছাড়া আর অন্য কোনো ভাষা জানেন না।

১৬। বিল গেটস খাবারের পর, বিশেষ করে রাতের খাবারের পর নিজের প্লেট নিজে ধুয়ে ফেলেন। তিনি বলেন, অন্যরা সাহায্য করতে চাইলেও নিজের কাজ নিজে করতে পছন্দ করি।

এই ছিলো বিল গেটস সম্পর্কে ১৬টি অজানা ও মজার তথ্য। এরকম আরো পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং পোস্টটি ভালো লেগে থাকলে কমেন্টে অব্যশই জানাবেন।

আরও পড়ুনঃ-

No comments

Powered by Blogger.