Header Ads

Header ADS

আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২ রিভিউ

আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২ রিভিউ
Photo Credit: Asus

শাওমিকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে আসুস। ২০১৮ সালের শুরুতে কম দামে একই স্পেসিফিকেশনে রেডমি নোট ৫ প্রোকে টেক্কা দিতে আসুস লঞ্চ করেছিলো জেনফোন ম্যাক্স প্রো এম১।

এবার রেডমি নোট ৬ প্রো কে টেক্কা দিতে আসুসের নতুন ফোন জেনফোন ম্যাক্স প্রো এম২। তবে আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২ তে রয়েছে বেশি শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। আজকে এই ফোনটি নিয়ে আলোচনা করার চেস্টা করবো।

$ads={1}
আরও পড়ুনঃ


আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২ রিভিউ

ডিজাইন

জেনফোন ম্যাক্স প্রো এম২ কে আসুস সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করেছে। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

ফোনের পিছনে থাকছে গ্লসি ফিনিশ। তবে গ্লসি ফিনিশ হওয়ার কারণে খুব সহজে আঙ্গুলের ছাপ থেকে যাবে।

ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই থাকছে এলইডি ফ্ল্যাশ। মাঝে কোম্পানির লোগোর ঠিক উপরে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২ এর সামনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে রয়েছে একটি নচ।

ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এছাড়াও ফোনের সামনে থাকছে লেটেস্ট Gorilla Glass 6 এর সুরক্ষা। কোম্পানি বলেছে, এই প্রথম বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে কোন ফোনে Gorilla Glass 6 ব্যবহার হলো।

জেনফোন ম্যাক্স প্রো এম২ ফোনের ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরী হয়েছে। ফোনের ডান দিকে রয়েছে পাওয়ার বাটন ভলিউম বাটন আর বাম দিকে রয়েছে সিম ট্রে।

ফোনের নীচে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক আপ লাউডস্পিকার। ফোনের উপরে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন। এই দামে USB Type-C না থাকায় হতাশ হতে পারেন অনেকেই।

স্পেসিফিকেশন

ডুয়াল সিম জেনফোন ম্যাক্স প্রো এম২ তে চলবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম।

এই ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে একটি কালো নচ। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৩জিবি/৩জিবি/৪জিবি/৬জিবি আর ৩২জিবি/৬৪জিবি স্টোরেজ।


আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২
Photo Credit: Asus

কানেক্টিভিটির জন্য জেনফোন ম্যাক্স প্রো এম২ তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক।

দুটি সিম স্লটেই 4G VoLTE সাপোর্ট করবে। জেনফোন ম্যাক্স প্রো এম২ ফোনের ব্যাটারি ৫,০০০ mAh।

পারফরমেন্স

ভালো প্রসেসারে স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য জেনফোন ম্যাক্স প্রো এম২ ফোনটি ল্যাগ করবে না।

তবে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি তুলনামুলক ধীরে কাজ করে। বেঞ্জমার্কিংয়ে মি এ২ ফোনের থেকে একটু কম নম্বর পেয়েছে আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২।

রিয়েলমি ইউ১ ফোনের থেকে সিপিউ বেঞ্জমার্কিং এ কম নম্বর পেলেও জিপিউ বিভাগে টেক্কা দিয়েছে আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২।

মিডিয়াম গ্রাফিক্স সেটিংস ও ফ্রেম রেটে আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২ ফোনে পাবজি মোবাইল খেলা যাবে। তবে গেম খেলার সময় ফোনটি একটু গরম হতে পারে।

ক্যামেরা

ছবি তোলার জন্য জেনফোন ম্যাক্স প্রো এম২ ফোনে রয়েছে ১২এমপি+৫এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

১২এমপি প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের সেকেন্ডারি সেন্সার।

ফোনের সামনে রয়েছে ৫এমপি সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ।

আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২
Photo Credit: Asus

ব্যাটারি লাইফ

ফোনের ৫,০০০ mAh ব্যাটারি এই ফোনকে অন্য যে কোন ফোনের থেকে গিয়ে রাখবে।

খুব কম ফোনেই এত বড় ব্যাটারি রয়েছে। বড় ব্যাটারির সাথে স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যই জেনফোন ম্যাক্স প্রো এম২ ফোনে দারুন ব্যাক আপ পাওয়া যাবে।

মতামত

আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২ ফোনের স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট আর ৫,০০০ mAh ব্যাটারি এই ফোনকে বাজারে অন্য অনেক ফোনের থেকে এগিয়ে রাখবে।

রিয়েলমি ২ প্রো ও রিয়েলমি ইউ১ ফোনের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে জেনফোন ম্যাক্স প্রো এম২।

No comments

Powered by Blogger.